শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কৃষ্ণা রানীকে চাপা দেয়া সেই বাস চালক গ্রেফতার

প্রকাশিত: ০৮:৫৩, ২ সেপ্টেম্বর ২০১৯

আপডেট: ০৮:৫৩, ২ সেপ্টেম্বর ২০১৯

কৃষ্ণা রানীকে চাপা দেয়া সেই বাস চালক গ্রেফতার

বাস চাপায় বিআইডব্লিউটিসি কর্মকর্তা কৃষ্ণা রানী চৌধুরীর পা হারানোর ঘটনায় প্রধান আসামি গাড়ির চালক গ্রেফতার হয়েছে। চালক মোরশেদকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রোর উত্তর বিভাগ। রবিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর মিরপুর কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই -এর ঢাকা মেট্রোর উত্তর বিভাগের এসপি বশির আহমেদ। তিনি বলেন, তাকে আজই আদালতে তোলা হবে। প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে বাংলামোটরে ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় বাসটি ফুটপাতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণা রায়কে চাপা দেয়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। কৃষ্ণা রায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। রাজধানীর পুরান ঢাকায় স্বামী ও দুই ছেলে-মেয়ে নিয়ে থাকেন। অফিস থেকে বের হয়ে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালের নারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়