শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাইবার হামলায় কিছুই হয়নি: ইরান

প্রকাশিত: ০৮:১৫, ২৪ জুন ২০১৯

আপডেট: ০৮:১৫, ২৪ জুন ২০১৯

সাইবার হামলায় কিছুই হয়নি: ইরান

সোমবার ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ জাওয়াদ আজারি জাহরমি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চালানো সাইবার হামলা সফল হয়নি । খবর রয়টার্সের। টুইটারে মোহাম্মদ জাওয়াদ বলেন, ‘তারা কঠোর চেষ্টা চালিয়েছে, কিন্তু সফল হতে পারেনি।’ ইরানের বিরুদ্ধে চালানো সাইবার হামলা সত্য কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত বছর আমরা ৩৩ মিলিয়ন হামলা অকার্যকর করেছি।’ গতকাল মার্কিন প্রতিবেদনে বলা হয়, ইরানের অস্ত্রব্যবস্থার ওপর সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত প্রত্যাহারের পর এ হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন পোস্ট বলছে, সাইবার হামলায় ইরানি রকেট ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণকারী কম্পিউটার ব্যবস্থা অকার্যকর করে দেয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত ও তেলের ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র এ সাইবার হামলা চালিয়েছে। তবে ইরানের ওপর সাইবার হামলা চালানো নিয়ে কোন মন্তব্য করেনি প্রেসিডেন্ট ট্রাম্প।  
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়