শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন: মো. তাজুল ইসলাম

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ জুন ২০১৯

আপডেট: ০৬:৩৫, ২৪ জুন ২০১৯

বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন: মো. তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পের আওতায় তিনটি প্ল্যান্ট স্থাপন করে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীরণের মাধ্যমে ভূমির ওপর চাপ কমাতে হবে। এ লক্ষ্যে পরিবেশবান্ধব ও মানসম্মত উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা করা হবে। রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ’ প্রকল্পের পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের জন্য প্রায় ৮২৭ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প হাতে নিয়েছে সরকার। তিন বছরে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া মেডিক্যাল বর্জ্য রিসাইকেল করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় ৬৮ হাজার ২০০ বর্গমিটার জমিতে দৈনিক ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন তিনটি প্ল্যান্ট বরাদ্দ রাখা হয়েছে। এর মাধ্যমে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এছাড়া ১৩ হাজার ৬০০ বর্গমিটার জমি মেডিক্যাল বর্জ্য ও ১৬ হাজার বর্গমিটার জমি বর্জ্য রিসাইকেল ফ্যাসিলিটিজ স্থাপনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শুধু ইনসিনারেশন চালু হলে এক বছরের ধারণ ক্ষমতাসম্পন্ন ল্যান্ডফিলের লাইফ তিন গুণ বাড়ানো যাবে। বিদ্যমান আমিনবাজার ল্যান্ডফিলের যে ধারণ ক্ষমতা সেখানে আরও দুই বছর পর্যন্ত বর্জ্য ফেলা সম্ভব। এ কারণে নতুন ল্যান্ডফিল নির্মাণ, ইনসিনারেশন প্ল্যান্ট বসানো, রিসোর্স রিকভারির জন্য অবকাঠামোগত সুযোগ সৃষ্টি, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা ও কম্পোস্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে ‘আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ’ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়