রোববার ২২ ডিসেম্বর ২০২৪, পৌষ ৮ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ত্বকের যত্নে টমেটোর ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ৮ ডিসেম্বর ২০২৪

ত্বকের যত্নে টমেটোর ব্যবহার

ছবি সংগৃহীত

তরকারি রঙিন করতে কিংবা সালাদ সাজাতে টমেটো কম-বেশি সবার ঘরেই ব্যবহৃত হয়। তবে ত্বকের জন্যও এটি কম উপকারি নয়। ত্বকের দাগ পিগমেন্টেশনের সমস্যা থেকে মুক্তি মেলায় এই সবজি। এটি ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

ত্বকে মেলানিনের মাত্রা বেড়ে যাওয়া, সূর্য রশ্মি, হরমোনের পরিবর্তন বা ত্বকে আঘাতের কারণে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। এসব সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে টমেটো। ত্বকের যত্নে কীভাবে টমেটো ব্যবহার করবেন জানুন-

তৈলাক্ত ত্বক উজ্জ্বল নরম করতে

ত্বক যদি খুব তৈলাক্ত হয় তাহলে মুখে টমেটো ব্যবহার করতে পারেন। এতে উপকার মিলবে। ত্বক অতিরিক্ত তৈলাক্ত হওয়ার ব্রণ সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা থেকে বাঁচতে প্রথমে টমেটো অর্ধেক করে কেটে পুরো মুখে ঘষে নিন। ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। টমেটো ত্বকের প্রাকৃতিক pH স্তর বজায় রেখে ত্বককে নরম উজ্জ্বল রাখতে সাহায্য করে।

ডেড সেল থেকে মুক্তি পেতে

ময়লা, তেল, দূষণ এবং অন্যান্য ক্ষতিকারক জিনিস আকর্ষণ করে ত্বক। ফলে কিছুক্ষণের মধ্যেই ত্বক অমসৃণ স্কিন টোনসহ নিস্তেজ দেখাতে শুরু করে। এমন পরিস্থিতিতে ত্বকের ছিদ্রে আটকে থাকা ময়লা পরিষ্কার করতে ভরসা রাখতে পারেন টমেটোতে। এতে থাকা প্রাকৃতিক অ্যাসিড এনজাইম ত্বকের মৃত কোষের ওপরের স্তরকে সরিয়ে ত্বককে এক্সফোলিয়েট করে। যা ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

টমেটো ধুয়ে মাঝখান থেকে কেটে নিন। এরপর বেসন, ময়দায় টমেটো ডুবিয়ে তার ওপর কিছুটা মধু মিশিয়ে মুখে হালকাভাবে লাগিয়ে স্ক্রাব করুন। এতে মুখ থেকে মৃত কোষ দূর হবে, ত্বক হবে নমনীয়।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে

ত্বকের যত্ন না নিলে এবং সানস্ক্রিন ব্যবহার না করলে ত্বক কিছুক্ষণ পরেই নিস্তেজ অমসৃণ দেখাতে শুরু করে। এমন পরিস্থিতিতে টমেটোতে উপস্থিত ভিটামিন সি, এবং বিটা ক্যারোটিন কেবল ত্বকের রং বাড়াতে সাহায্য করে না, ত্বককে উজ্জ্বল রাখতেও সাহায্য করে।

একটি পাত্রে একটি টমেটোর রস বের করে তার সঙ্গে অল্প পরিমাণ হলুদ গুঁড়া এবং চন্দন গুঁড়া যোগ করুন এবং একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন যতক্ষণ না এটি শুকিয়ে যায়। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে নিয়মিত টমেটোর তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এতে ত্বক হবে উজ্জ্বল, কোমল দাগহীন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়