সব গান সবার কাছে প্রিয় হয় না। কেউ ভালোবাসেন রবীন্দ্রসংগীত আবার কেউ ভালোবাসেন রকম গান। কারও পছন্দ আধুনিক গান আবার কারও পছন্দ পপ গান। কখনো হৃদয় কাড়ে গানের ভাষা আবার কখনো মূল আবেদন থাকে সুরে। তাই ভীনদেশি, বিদেশি ভাষার গান শুনেও সময়কে রাঙিয়ে তোলে মানুষ। গানের কথা যদি মনের কথা হয়, সে গান নিজের গান মনে হয়। গানের সুর যদি হৃদয়ের গহীন ছুঁয়ে যায়, সেই সুর প্রাণের সুর মনে হয়।