বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস

আদালত প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস

ছবি: ইন্টারনেট

ঢাকা হাইকোর্টের একটি বেঞ্চ তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে ১৯৯৪ সালে সংঘটিত হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সব অভিযুক্তকে খালাস দিয়েছেন। বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। 

যারা খালাস পেলেন: 

মামলায় ফাঁসির দণ্ড থেকে মুক্তি পাওয়া ৯ জনের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— 

- মোখলেছুর রহমান (বাবলু): ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। 

- এ কে এম আক্তারুজ্জামান: ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি। 

- মো. জাকারিয়া পিন্টু: ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। 

- শামসুল আলম: ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর। 

- রেজাউল করিম (শাহীন), অটল, আজিজুল রহমান শাহীন, শ্যামল ও মাহাবুবুর রহমান (পলাশ)। 

এছাড়া, নিম্ন আদালতে যাবজ্জীবন ও ১০ বছরের সাজাপ্রাপ্ত আরও ৩৮ জনও খালাস পেয়েছেন। 

মামলার পটভূমি:

১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর শেখ হাসিনা খুলনা থেকে সৈয়দপুরগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে যাত্রাকালে ঈশ্বরদী রেলস্টেশনে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার সহযোগীরা ট্রেনে গুলি ও বোমা নিক্ষেপ করে তাকে হত্যার চেষ্টা চালান। ঘটনার দিনই ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মামলা দায়ের করেন। 

তদন্ত ও আদালতের রায়:

সিআইডির তদন্তে ১৯৯৭ সালের ৩ এপ্রিল ৫২ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। তদন্ত ৫ জনের মৃত্যু হলে তাদের নাম বাদ দেওয়া হয়। 

-২০১৯ সালের ৩ জুলাই নিম্ন আদালত ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয়। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের আবেদন করলে দীর্ঘ শুনানির পর রায়ে আদালত বলেন, "অভিযোগ প্রমাণিত হয়নি। সাক্ষ্য-প্রমাণে অসঙ্গতি রয়েছে।" 

আদালত প্রক্রিয়া:

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল যুক্তি তুলে ধরেন যে, ঘটনাস্থলে কোনো রক্ত বা গুলির চিহ্ন নেই, সাক্ষীদের বক্তব্য আমলে নিয়ে আদালত এই দাবিগুলো যাচাই করে প্রমাণের অভাব দেখিয়ে খালাসের সিদ্ধান্ত নেন। 

উল্লেখ্য- এই রায়ের মাধ্যমে ৩ দশকেরও বেশি সময় ধরে চলা মামলাটির আইনি পরিসমাপ্তি ঘটল। বিএনপি নেতৃত্ব এখনো প্রতিক্রিয়া জানায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়