বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

আদালত ডেস্ক

প্রকাশিত: ১৮:১০, ১৫ জানুয়ারি ২০২৫

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ ১২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) তহমুল ইসলাম মাজহারুল (২৭) বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় মামলাটি করেন।

মামলার আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

আব্দুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি ছিলেন। অবসর জীবনে তিনি গ্রামের বাড়ি কিশোরগঞ্জে এবং ঢাকার নিকুঞ্জের বাসায় অবস্থান করেন। আন্দোলন চলাকালে কিশোরগঞ্জ শহরে আব্দুল হামিদের বাসায় ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়।

বাদী জানান, তিনি বিএনপির একজন কর্মী। ছাত্রজনতার অভ্যুত্থানে আহতদের তালিকায় তার নাম রয়েছে। আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি এখন কিছুটা সুস্থ হওয়ায় মামলা দায়ের করেছেন।

মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নম্বর আসামি করা হয়েছে। নম্বর আসামি করা হয়েছে শেখ হাসিনাকে; নম্বরে আছেন শেখ রেহানা। মামলায় আরও অন্তত ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়