ছবি সংগৃহীত
বিএনপি এবং এর সহযোগী সংগঠনের ২২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে দলটি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগটি দাখিল করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি নিয়ে দলটির মামলা ও তথ্য বিষয়ক প্রতিনিধি দলের তিন সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন।
মামলায় বলা হয়েছে যে, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২২৭৬ জন নেতাকর্মী ক্রসফায়ারে হত্যার শিকার হন। এছাড়াও ১৫৩ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে, যাদের মধ্যে অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।