বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, পৌষ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মানি লন্ডারিং মামলায় খালাস পেলেন গিয়াসউদ্দিন আল মামুন

আদালত প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭, ৫ ডিসেম্বর ২০২৪

মানি লন্ডারিং মামলায় খালাস পেলেন গিয়াসউদ্দিন আল মামুন

ছবি সংগৃহীত

মানি লন্ডারিংয়ের মামলা থেকে বেকসুর খালাস পেলেন বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু।

বৃহস্পতিবার ( ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম আসাদুজ্জামান বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ রায় দেন।

মামলার বিষয়ে মামুনের আইনজীবী সাব্বির হামজা চৌধুরী জানান, ২০১৯ সালে এই মামলার ফরমায়েশি রায়ে গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের সাজা এবং ১২ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়। একইসাথে কোটি লাখ ৫৮ হাজার ৭৬২ টাকা বাজেয়াপ্ত করা হয়।

এরইমধ্যে তিনি ওই সাজাও খেটেছেন। তবে ওই মামলায় স্বাধীন বিচারিক রায়ে তিনি আজ বেকসুর খালাস পেলেন। উচ্চ আদালত এই রায় দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়