বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়

ন্যায়বিচার করেছেন উচ্চ আদালত: বিএনপি

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:৫৪, ১ ডিসেম্বর ২০২৪

ন্যায়বিচার করেছেন উচ্চ আদালত: বিএনপি

ছবি সংগৃহীত

বিএনপি নেতারা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ন্যায়বিচার করেছেন উচ্চ আদালত। ফ্যাসিবাদি আমলে বিচারের নামে অবিচার হয়েছে। ২১ আগষ্ট বিদেশি শক্তির দ্বারা হামলা চালানো হয়েছে। এর সাথে বিএনপি জড়িত ছিলো না, বলেছেন মির্জা আব্বাস। ভারত সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে আর সেখানে বসে শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন গত ১৫ বছরে সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছিলো স্বৈরাচারী সরকার। তাই তারা ইতিহাস বিকৃত করেছে। ২১ আগষ্ট বিদেশী শক্তির দ্বারা হামলা চালানো হয়েছে ২১ আগষ্টের ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকারকে বিব্রত করতে একটা অশুভ ষড়যন্ত্র চলছে। বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। ড. ইউনূসকে অনেকে ভুল পথে নেয়ার চেষ্টা করলেও বিএনপি বর্তমান সরকারকে সঠিক পথে রাখার চেষ্টা করছে।

 

আলোআভা নিউজ২৪ - আজকের খবর ব্রেকিং নিউজ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়