বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:২২, ২৮ নভেম্বর ২০২৪

জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মি। বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। সেই মামলায় উর্মিকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এই বিচারকের আদালতে আত্মসমর্পণ করেন তাপসী তাবাসসুম উর্মি।

আদালতে উপস্থিত হওয়ার পর তিনি তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

 

আলোআভা নিউজ২৪ - আজকের খবর ব্রেকিং নিউজ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়