বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, কার্তিক ৩০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪, ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:০৫, ১০ নভেম্বর ২০২৪

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

ছবিঃসংগৃহীত

নোবেল বিজয়ী ড. ইউনূসের মালিকানাধী গ্রামীণ টেলিকম ভবনে হামলা ও ভাঙচুর করার ঘটনায় গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. এ কে এম সাইফুল মজিদসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার (১০ নভেম্বর) ঢাকার সিএমএম আদালতে গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম মোহাম্মদ মাঈনুদ্দীন চৌধুরী এ মামলা দায়ের করেন। আদালতে বাদীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

সিএমএম আদালতের বিচারক পার্থ প্রতীম মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে মিরপুরের শাহ আলী থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের গড়া প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের প্রধান কার্যালয়ে হামলা ও দখল করার উদ্দেশ্যে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি হামলা চালানো হয়। গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ ও ব্যারিস্টার মাসুদ আকতারসহ অনেকে এই হামলার নেপথ্যে ছিলেন। অভিযোগে তাদের বিরুদ্ধে দখল, ভাংচুর, লুটপাট ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়