শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আন্দোলনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিক: তাজুল ইসলাম

আদালত প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০২৪

আন্দোলনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিক: তাজুল ইসলাম

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি একথ জানান।

তাজুল ইসলাম বলেন, ‘ছাত্র–জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে থাকা কিছু ব্যক্তির বিদেশি নাগরিক হওয়ার প্রাথমিক প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।‘

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘যেকোনো দেশের নাগরিক যদি এই দেশে মানবতাবিরোধী অপরাধে জড়িত হয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।‘

তিনি জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে কিছু প্রমাণ সংগ্রহ করা হয়েছে। আরও তদন্ত হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়