বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ

আদালত ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ১ সেপ্টেম্বর ২০২৪

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ

ছবি সংগৃহীত

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার ( সেপ্টম্বের) বিচারপতি কে এম আসাদুজ্জামান বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানির সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রিটটি খারিজের আদেশ চেয়েছিলেন। তিনি সেদিন আদালতকে বলেন, অন্তর্বর্তীকালিন এই সরকারের, শুধু আওয়ামী লীগ নয়, কোনো দল নিষিদ্ধ বা কোনো দলের নিবন্ধন বাতিলের ইচ্ছে নেই। এরপর আদালত সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন।

উল্লেখ্য গত ১৯ আগস্ট ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন নরসিংদীর সারডা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। 

এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্র্বতী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয় এই রিটে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়