ছবি সংগৃহীত
রাজধানীর হাইকোর্টের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) দুপুরে পুর্ব নির্ধারিত মার্চ ফর জাস্টিস কর্মসুচীতে যোগ দিতে হাইকোর্ট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। কমপক্ষে ৫ জনেরও বেশি ছাত্রকে আটক করে পুলিশ। সকাল থেকেই শিক্ষার্থীদের কর্মসুচীকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে পুরান ঢাকার জজকোর্ট এলাকায়ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুর ১ টার দিকে সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে মিছিল বের করে শিক্ষার্থী ও আইনজীবীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জজকোর্টের সামনে অবস্থান নেয়।