রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বেনজীরের ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ

আদালত ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০, ৩০ জুন ২০২৪

বেনজীরের ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ

ছবি: ইন্টারনেট

অবৈধভাবে সম্পদ অর্জনের জন্য সম্প্রতি আলোচনায় আাসা পুলিশ বাহিনীর সাবেক মহাপরিদর্থক বেনজীর আহমেদের রাজধানীর চারটি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৩০ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন।

এর আগে, বেনজীর আহমেদ তার স্ত্রী-সন্তানের নামে কেনা গুলশানের চারটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিলো আদালত। কিন্তু সেগুলোর চাবি বেনজীরের কাছে থাকায় সেখানে প্রবেশ করতে পারছিলো না দুর্নীতি দমন কমিশনের (দুদক) কারণেই ফ্ল্যাটগুলো ক্রোক করার জন্য সেগুলোর তালা খুলে প্রবেশের নির্দেশ দিতে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন আদালত। রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন আদালত।

এর আগে, ওই ফ্ল্যাটে প্রবেশের জন্য গেলেও চাবি না থাকায় দেখভালে নিয়োজিত দুদক কর্মকর্তা ফিরে আসেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়