রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বেনজীরের ৭টি পাসপোর্টের খোঁজ পেয়েছে দুদক

আদালত ডেস্ক

প্রকাশিত: ১৮:২৬, ২৫ জুন ২০২৪

বেনজীরের ৭টি পাসপোর্টের খোঁজ পেয়েছে দুদক

ছবি: ইন্টারনেট

অবৈধভাবে সম্পদ অর্জনের কারণেআলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নতুন জালিয়াতির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক এই আইজিপির বিরুদ্ধে অভিযোগতিনি তার পুলিশ পরিচয় গোপন করে একাধিক পাসপোর্ট গ্রহণ করেছেন।

শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিশিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির।

কিন্তু নবায়নের সময় ধরা পড়লে নবায়ন কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় তিনি ্যাবের মহাপরিচালক থাকায় চিঠি দেওয়া হয় ্যাব সদর দপ্তরে। তবে, অবৈধ প্রভাব খাটিয়ে এসব ম্যানেজ করে ফেলেন বেনজীর। পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা।

বেনজিরের পাসপোর্টের বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের দুইজন অতিরিক্ত মহাপরিচালক দুইজন পরিচালকসহ ১৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আজ (মঙ্গলবার) দুদকের প্রধান কার্যালয়ে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম।

এখন পর্যন্ত বেনজিরে নামে থাকা সাতটি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়