রোববার ২২ ডিসেম্বর ২০২৪, পৌষ ৮ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

খালেদাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ মে

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০, ২৪ মার্চ ২০২৪

খালেদাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ মে

ছবি সংগৃহীত

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৮ মে দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৪ মার্চ) ঢাকার কেরানীগঞ্জ কারাগারে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত- এর বিচারক মো. আকতারুজ্জামান দিন ধার্য করেন।

আজ খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবী তার পক্ষে হাজিরা প্রদান করেন। এরপর খালেদা জিয়ার আইনজীবী অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৮ মে নতুন দিন ধার্য করেন।

নথি থেকে জানা গেছে, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। পরে ওই বছরের অক্টোবর ১৬ আসামিদের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো. আবুল কাসেম ফকির আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়