সম্প্রতি টমেটো ফ্লু-তে আক্রান্ত হয়েছে ভারতের একাধিক রাজ্যের শিশুরা। একদিকে কোভিড রেশ এখনও কাটেনি। আরেকদিকে, বিশ্বের নানা দেশে হানা দিচ্ছে মাঙ্কি ভাইরাস। এরই মধ্যে দেশে হঠাৎ বাড়ল টমেটো ফ্লু।
কেরেলার কোল্লাম জেলায় ইতিমধ্যেই এই জ্বরে অন্তত ৮০ শিশু আক্রান্ত।জানা গেছে এটি মূলত শিশু দেহেই হচ্ছে। আক্রান্ত শিশুদের প্রায় প্রত্যেকেরই বয়স ৫ বছরের কম বলেই জানা গেছে।