রোববার ২৩ মার্চ ২০২৫, চৈত্র ৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সীমিত পরিসরে চালু হয়েছে হিথ্রো বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ২২ মার্চ ২০২৫

আপডেট: ১২:৪২, ২২ মার্চ ২০২৫

সীমিত পরিসরে চালু হয়েছে হিথ্রো বিমানবন্দর

ছবি: ইন্টারনেট

নিকটবর্তী বিদ্যুৎ স্টেশনে অগ্নিকাণ্ডের জেরে শুক্রবার দিনভর বন্ধ থাকার পর সীমিত আকারে সন্ধ্যা ছয়টা থেকে আবারও চালু হয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর।

স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) রাতে এক বিবৃতিতে ফ্লাইট পরিচালনা ফের শুরুর তথ্য নিশ্চিত করেছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরের কর্মীবাহিনী এবং বিদ্যুৎ পরিষেবা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই ফের চালু করা সম্ভব হয়েছে ফ্লাইট পরিচালনা।

শিডিউল অনুসারে, শুক্রবার হিথ্রোতে উড্ডয়নঅবতরণের কথা ছিল হাজার তিনশ৫১টি ফ্লাইট। এসব ফ্লাইটের মোট যাত্রীর সংখ্যা ছিল প্রায় লাখ ৯১ হাজার। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে হিথ্রো পরিবর্তে ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য বিমানবন্দরে ফ্লাইটগুলো ডাইভার্ট করা হয়েছিল।

উল্লেখ্য, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত হিথ্রো বিমানবন্দরটি বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়