ছবি সংগৃহীত
সিরিয়ার রাজধানী দামেস্ক দখলের সঙ্গে সঙ্গে দেশটির কুখ্যাত সেদনায়া কারাগারের তালা খুলে দিয়েছে আল–কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শামের (এইচটিএস)।
রবিবার (৮ নভেম্বর) টেলিগ্রামে এই দাবি করে এইচটিএস।
এইচটিএস টেলিগ্রামে ঘোষণা করেছে, ‘সেদনায়া কারাগারে অত্যাচারের অধ্যায়ের অবসান’ হলো। বন্দীদের মুক্তি দেওয়ার মাধ্যমে সেদনায়ায় অবিচারের যুগের সমাপ্তি হলো।
লন্ডনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলছে, ‘মানব বধ্যভূমি‘ নামে পরিচিত কুখ্যাত সেদনায়া কারাগারের দরজা খুলে দিয়ে আটক হাজার হাজার বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।
বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল–জোলানি হোমস শহরের নিয়ন্ত্রণ নেওয়াকে ‘ঐতিহাসিক বিজয়’ বলে মন্তব্য করেছেন।
বিদ্রোহী কমান্ডার হাসান আবদুল গনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেছেন, হোমস শহরকে ‘পূর্ণাঙ্গভাবে স্বাধীন’ করা হয়েছে। কারাগার থেকে সাড়ে ৩ হাজারের বেশি বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।