বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, পৌষ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সিরিয়া ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ৮ ডিসেম্বর ২০২৪

সিরিয়া ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

ছবি সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা দেশটির প্রেসিডেন্ট বাশার আলআসাদ।

রবিবার ( ডিসেম্বর) সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে রাসরি সম্প্রচারে এই তথ্য জানিয়েছেবিবিসি

সরাসরি সম্প্রচারেবিবিসিজানায়, বাশার আলআসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিরিয়ার দুই সিনিয়র সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একটি বিমানে চড়ে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন প্রেসিডেন্ট বাশার আলআসাদ।

লন্ডনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত বিমান ছেড়ে গেছে। সম্ভবত তাতে বাশার আলআসাদ থাকতে পারেন। ওই বিমানটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়।

রয়টার্স আরও জানিয়েছে, বিদ্রোহী যোদ্ধারা একদিনের যুদ্ধের পর রবিবার সকালে অন্যতম গুরুত্বপূর্ণ হোমস শহর দখল নিয়েছে বলে ঘোষণা দিয়েছে।

বিদ্রোহী কমান্ডার হাসান আবদুল ঘানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, হোমস শহরপূর্ণাঙ্গ স্বাধীনকরা হয়েছে। দামেস্কের সেদনায়া কারাগার থেকে সাড়ে হাজারের বেশি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দামেস্ক থেকে আসাদ বাহিনী সেনা প্রত্যাহারের পর হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে আসেন। তারাআসাদ পালিয়ে গেছেন, হোমস মুক্তএবংসিরিয়া দীর্ঘজীবী হোক বলে স্লোগান দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়