শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, পৌষ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মুচলেকা দিয়ে হজে যেতে হবে পাকিস্তানিদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৮, ২৪ নভেম্বর ২০২৪

মুচলেকা দিয়ে হজে যেতে হবে পাকিস্তানিদের

ছবি সংগৃহীত

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন পাকিস্তানিরাসৌদি সরকারের তরফ থেকে এমন অভিযোগের পর কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এখন থেকে হজে যাওয়ার আগেভিক্ষা করব নামুচলেকা দিতে হবে পাকিস্তানিদের।

পাকিস্তানের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যমসাবকএবং মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, হজে যেতে ইচ্ছুক পাকিস্তানিদের জন্য নতুন নিয়ম জারি করেছে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়। নতুন নিয়মে বলা হয়েছে, পবিত্র হজব্রত পালন করতে যাওয়ার আগে অবশ্যইমক্কা গিয়ে ভিক্ষা করব নাএমন মুচলেকা দিতে হবে।

পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় সৌদি আরবকে জানিয়েছে, তারা এরই মধ্যে হাজার ৩০০ ভিক্ষুককেএক্সিট কন্ট্রোললিস্টে পাঠিয়ে দিয়েছে। ব্যাপারে পাকিস্তান সরকারজিরো টলারেন্সনীতি অবলম্বন করেছে।

ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা দল বেঁধে হজে যেতে ইচ্ছুক, তাদেরই অনুমতি দেওয়া হবে। ছাড়া যেসব ট্রাভেল এজেন্সি হজ যাত্রীদের নিয়ে যায়, তাদেরকেও বলা হয়েছে প্রত্যেক পাকিস্তানি হজযাত্রীর কাছ থেকে মুচলেকা নেওয়ার জন্য।

পাকিস্তানি ভিক্ষুকদের ঠেকাতে গত মে মাসে আইন জারি করে সৌদি সরকার। আইনে বলা হয়, পূর্ব অনুমতি ছাড়া কাউকে হজ পালন করতে মক্কা আসতে দেওয়া হবে না। অবৈধভাবে কেউ এল তাকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে এবং তাকে দেশে ফেরত পাঠানো হবে।

পাকিস্তানের প্রবাসী পাকিস্তানি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মতে, বিভিন্ন দেশে আটক হওয়া ভিক্ষুকদের মধ্যে ৯০ শতাংশই পাকিস্তানের।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়