শনিবার ২৩ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইসরায়েলি হামলা: সিরিয়ায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ২৩ নভেম্বর ২০২৪

ইসরায়েলি হামলা: সিরিয়ায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

ছবি সংগৃহীত

সিরিয়ায় ইসরায়েলি হামলায় লেবানন ভিত্তিক ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

মার্কিন গণমাধ্যমের বরাতে শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন বলা হয়েছে , ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে। যিনি ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করতে তিনি সহায়তা করেছিলেন।

মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তার বরাতে এনবিসি নিউজ জানিয়েছে, নিহত কমান্ডারের নাম আলী মুসা দাকদুক। তিনি কারবালার অভিযানে প্রধান ভূমিকা পালন করেছিলেন।

প্রতিরক্ষা কর্মকর্তা আরও বলেছেন, সিরিয়ার কোথায় কখন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করা হয়েছে তা স্পষ্ট নয়। তাঁকে লক্ষ্য করেই এই হামলা হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ নভেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এটি পশ্চিমা গণতন্ত্রের আদলে তৈরি কোনো দেশের নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রথম ঘটনা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়