ইন্টারনেট
এক বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে লক্ষাধিক এবং লাখের অধিক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের খবরের হতাশ ফিলিস্তিনিরা। সেইসঙ্গে হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতারা ট্রাম্পকে শান্তির জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন।
গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের একজন বাসিন্দা আবু ওসামা। ইসরায়েলি বোমাবর্ষণের কারণে তিনি ঘরহারা হয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনে ট্রাম্পের জয় ফিলিস্তিনের জনগণের জন্য নতুন বিপর্যয়।
বার্তাসংস্থা রয়টার্স্কে আবু ওসামা বলেছেন, আমরা যে ধ্বংস, মৃত্যু ও বাস্তুচ্যুতি প্রত্যক্ষ করেছি তা সত্ত্বেও, আগামীতে যা আসছে তা আরও কঠিন হবে, এটি রাজনৈতিকভাবে বিধ্বংসী হবে।
এদিকে হামাস বলছে, মার্কিন নির্বাচন আমেরিকান জনগণের জন্য বিষয়। সংগঠনটি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে। হামাসের সামি আবু নামের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘আমরা ট্রাম্পকে বাইডেনের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাই।’
খান ইউনিসের একটি মুদিখানার মালিক খালেদ দাসুসো বলেন, ‘ট্রাম্পকে শত্রুর মতো মোকাবিলা করতে হবে। কে আমাদের শত্রু তা নির্ধারণ করতে হবে। তারা আমাদের শত্রু।’
তবে ট্রাম্পের বিজয়কে বেশ কয়েকজন কিছুটা হলেও আশা দেখছেন। মোহাম্মদ বারঘুতি নামে গাজার একজন ইঞ্জিনিয়ার বলেন, ‘ট্রাম্প আমেরিকান মুসলিমদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে তিনি যুদ্ধ বন্ধ করবেন। তাই আমরা আশা করছি সেটা হবে।’
অন্যদিকে গতকাল ট্রাম্পের বিজয়ের দিনে লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল বুধবারের ইসরায়েলি হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এনপি/আর