বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, মাঘ ১৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইসরায়েলি হামলা: বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ২৬ অক্টোবর ২০২৪

ইসরায়েলি হামলা: বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ করল ইরান

ছবি সংগৃহীত

নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্নসুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতেহামলা চালিয়েছে ইসরায়েল। হামলার মধ্যে বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন মুখপাত্র বলেছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমস্ত রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট পুনরায় কখন থেকে চলাচল শুরু হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত ইসরায়েলও তাদের আকাশ আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি গত অক্টোবর ইরানের হামলার জবাব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়