সোমবার ২৮ অক্টোবর ২০২৪, কার্তিক ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইরানে ইসরায়েলি হামলায় সৌদি আরবের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৮, ২৬ অক্টোবর ২০২৪

ইরানে ইসরায়েলি হামলায় সৌদি আরবের নিন্দা

ছবি সংগৃহীত

ইরানের ওপর ইসরায়েলের হামলাকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন নিয়মের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে সৌদি আরব।

শনিবার (২৬ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিন্দা জানানো হয়। খবর আল জাজিরা।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, "এই অঞ্চলে ক্রমাগত উত্তেজনা এবং দেশ জনগণের নিরাপত্তা স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ সংঘাতের সম্প্রসারণ প্রত্যাখ্যানে সৌদি আরব তার দৃঢ় অবস্থান নিশ্চিত করেছে।"

রিয়াদ এই অঞ্চলে অব্যাহত সামরিক সংঘাতের প্রভাব সম্পর্কে সতর্ক করে "সর্বোচ্চ সংযম অনুশীলন এবং উত্তেজনা হ্রাস করার" জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছে।

এদিকে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ইরানে হামলা চালানোর দাবি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে শনিবার (২৬ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলেছে, তারা ইরান এবং তার মিত্রদের দ্বারা ক্রমাগত আক্রমণের প্রেক্ষিতে হামলা চালাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেশ কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, তেহরান এবং কারাজ শহরের আশেপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়