ছবি সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ২১ নারীসহ ৩৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে তাল আল–জাতার শরণার্থী শিবিরে এই হতাহতের ঘটনা ঘটে। হামাস নিয়ন্ত্রিত গাজা সরকারের মিডিয়া অফিস হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় আল–আওহা হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানায়, জাবালিয়ার তাল আল–জাতার শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, জাবালিয়া গাজার উত্তরাঞ্চলে অবস্থিত। ইসরায়েলি বাহিনী ৬ অক্টোবর থেকে জাবালিয়ার চারপাশসহ গাজার উত্তরাঞ্চলে নতুন করে হামলা শুরু করে। তাদের দাবি, সেখানে হামাসের যোদ্ধারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। গত এক বছর ধরে চলা তাদের এই য়ুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি মানুষ।