শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গাজায় মসজিদে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৭, ৬ অক্টোবর ২০২৪

গাজায় মসজিদে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৮

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ মধ্য গাজার দেইর আলবালাহ শহরের একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রবিবার ( অক্টোবর) আলআকসা মার্টিয়াস হাসপাতালের পাশে সাহদা আলআকসা মসজিদে বিমান হামলার ঘটনা ঘটেছে। বছরখানেক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিল।

হামলার বিষয়েটি নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী।

এক্স বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দেইরএলবালাহ এলাকায় সাহদা আলআকসা মসজিদটি নিজেদের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল হামাস। এই কেন্দ্রকে হামাসকমান্ড কন্ট্রোল কমপ্লেক্সহিসেবে ব্যবহার করছিল। তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে কোনো তথ্যপ্রমাণ দেওয়া হয়নি।

এদিকে, শনিবার ( অক্টোবর) এক বিবৃতিতে গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনী গত এক বছরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ৭৯ শতাংশ মসজিদ ধ্বংস করে দিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র বোমাবর্ষণে গাজার এক হাজার ২৪৫টি মসজিদের মধ্যে ৮১৪টি মসজিদ মাটির সাথে মিশে গেছে এবং আরও ১৪৮টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদের পাশাপাশি তিনটি গির্জা এবং ৬০টি কবরস্থানের মধ্যে ১৯টি ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার ( অক্টোবর)

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়