মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, আশ্বিন ১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের চূড়ান্ত কারণ জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ২ সেপ্টেম্বর ২০২৪

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের চূড়ান্ত কারণ জানাল ইরান

ছবি সংগৃহীত

ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার কেন বিধ্বস্ত হয়েছিল, সেটির চূড়ান্ত রিপোর্ট দিয়েছে ইরান।

আজারবাইজানের সঙ্গে সীমান্ত এলাকা থেকে গেল ১৯ মে উড্ডয়নের পর রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে রাইসি ছাড়াও ইরানের শীর্ষ পর্যায়ের কয়েক কর্মকর্তা নিহত হন।

ওই ঘটনার পর ইরানের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ইসরায়েল যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তোলে। তবে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের প্রায় সাড়ে তিন মাস পর চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করল ইরান। ওই রিপোর্টে বলা হয়, ঘন কুয়াশাসহ খারাপ আবহাওয়ার কারণে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ওই অঞ্চলে জটিল আবহাওয়া পরিস্থিতি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার মূল কারণ। ইরানের সামরিক বাহিনীর দায়িত্ব পাওয়া একটি উচ্চ পর্যায়ের কমিটির ওই প্রতিবেদনে বলা হয়, ঘন কুয়াশার কারণে রাইসি তার সঙ্গীদের বহনকারী বিমান পাহাড়ে বিধ্বস্ত হয়।

রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর প্রাথমিক রিপোর্টে ইরান জানিয়েছিল, ঘটনায় কোনো দেশ বা ব্যক্তির সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। এখন চূড়ান্ত প্রতিবেদনেও এটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হলো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়