বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

হাসিনাকে উৎখাতে আমেরিকার ভূমিকা নেই: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ১৩ আগস্ট ২০২৪

হাসিনাকে উৎখাতে আমেরিকার ভূমিকা নেই: হোয়াইট হাউস

ছবি সংগৃহীত

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে আমেরিকার ভূমিকা আছে বলে এমন কথা ঘুরপাক খাচ্ছিলো জনমনে। তবে এই অভিযোগ প্রত্যাখান করেছে আমেরিকা। দেশটি জানিয়েছে, হাসিনাকে উৎখাতে তাদের কোন ভূমিকা নেই। বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকেবলই মিথ্যাবলে জানিয়েছে তারা। স্থানীয় সময় সোমবার (১২ আগস্ট) হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জেন পিয়ের এক সংবাদ সম্মেলনে দাবি করেন।

তিনি বলেন, ‘আমাদের ব্যাপারে আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। আমেরিকা এই ঘটনার সাথে জড়িত ছিলো বলে যদি কেউ কোন প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা কেবইল মিথ্যা।

হোয়াইট হাউস আরও বলেছে, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশি জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়