বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পর্দা নামলো প্যারিস অলিম্পিকের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ১২ আগস্ট ২০২৪

পর্দা নামলো প্যারিস অলিম্পিকের

ছবি সংগৃহীত

১৬ দিনব্যাপী প্যারিস অলিম্পিক শেষ হয়েছে। প্যারিসের সিন নদীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ২৬ জুলাই পর্দা উঠেছে অলিম্পিক গেমসের ৪৮তম আসরের। উদ্বোধনের মতো সমাপনী অনুষ্ঠানেও ছিল মনমাতানো নানা আয়োজন। প্যারিসে শেষটা হয়েছে হলিউডের ছোঁয়ায়।

মঞ্চ মাতিয়েছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অভিনেতা টম ক্রুজ, পপসম্রাট বিলি এলিসের মতো তারকারা। অলিম্পিকের আসরকে সফল দাবি করে ফ্রান্সের সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টনি এস্টানগেট।

গান আলোর ঝলকানি সবার উপস্থিতিতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। স্তাদে দ্য ফ্রান্সে যেন পুরো বিশ্ব এক হয়েছে এই ক্ষণে এসে। বিশ্বকাপ ফুটবল ফাইনাল অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান আয়োজনের বিশেষ কৃতিত্ব এই ভেন্যুর। সমাপনী অনুষ্ঠানের মধ্যেই নারী ম্যারাথনের পুরস্কার দেয়া হয়।

এরপর শুরু হয় মনোজ্ঞ অনুষ্ঠান। স্তাদে দ্য ফ্রান্সের মাঠের মাঝখানে মঞ্চে বংশীবাদকরা বাঁশি বাজান। কিছুক্ষণ পর চলতে থাকে আলো শব্দের খেলা। প্রযুক্তির মাধ্যমে গ্যালারিতে আলো-আধারে পিক্টোগ্রাম। শূন্যে থেকে বাদ্যযন্ত্র বাজিয়েছেন বাদকরা। উদ্বোধনী অনুষ্ঠানে দৃষ্টিনন্দন আলোর নাচন মন কেড়েছে সবার। আলো-গানের পর হয়েছে কিছু আনুষ্ঠানিকতা। আইওসি সভাপতি টমাস বাথ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এবারের অলিম্পিকে যুক্তরাষ্ট্র চীন উভয়ই ৪০টি সোনা জিতেছে। কিন্তু, চীনের চেয়ে যুক্তরাষ্ট্র ১৭টি রুপা বেশি জিতেছে। তাতেই ৪০ সোনা, ৪৪ রুপা ৪২ ব্রোঞ্জে ১২৬ পদক নিয়ে সেরা হয়েই শেষ করেছে যুক্তরাষ্ট্র। নিয়ে টানা চতুর্থবার সেরা যুক্তরাষ্ট্র। এবার অলিম্পিকে সবচেয়ে সফল অ্যাথলেট ফ্রান্সের সাঁতারু লিও মারশাঁ। এক আসরে চারটি সোনা জিতে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির কাতারে।

সাঁতারে আরেকজন নিজেকে চিনিয়েছেন, তিনি সামার ম্যাকিনটোশ। কানাডার এই ১৭ বছরের তরুণী দুটি সোনার সঙ্গে জিতেছেন একটি রুপার পদক। যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ সিমোনে বাইলস দারুণ প্রত্যাবর্তন ঘটিয়েছেন এবার। তিনটি সোনা ছাড়াও একটি রুপার পদক গলায় ঝুলিয়েছেন এই জিমন্যাস্ট। তাঁর দুটি ব্যক্তিগত একটি সোনা এসেছে দলীয় ইভেন্টে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়