রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পরাজয়ের পুরো দায়িত্ব নিচ্ছি: ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৮, ৬ জুলাই ২০২৪

পরাজয়ের পুরো দায়িত্ব নিচ্ছি: ঋষি সুনাক

ছবি: ইন্টারনেট

যুক্তরাজ্যের নির্বাচনে কনজারভেটিভ পার্টির পরাজয়ের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন দলটির নেতা ঋষি সুনাক। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ভরাডুবির পর লেবার পার্টির নেতা কিয়ার স্টারমানকে অভিনন্দন জানিয়ে পরাজয় মেনে নেন তিনি।

এর ফলে টানা ১৪ বছর টানা সরকারে থাকার পর শাসন ক্ষমতা হারাল ঋষি সুনাকের দল।

এবারের নির্বাচনে গতবারের তুলনায় ২৫০টিরও বেশি আসন হারিয়েছে সুনাক নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। যুক্তরাজ্যের জনগণ যথাযথ রায় দিয়েছে উল্লেখ করেন বিদায়ী প্রধানমন্ত্রী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সমর্থকদের উদ্দেশ্য দেওয়া এক ভাষণে সুনাক বলেন, ‘ব্রিটেনের জনগণ যে রায় দিয়েছে তা থেকে অনেক কিছু শেখার আছে। আমি হারের পুরো দায়িত্ব নিচ্ছি।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি। দলটি ইউনিয়নিস্ট বা টোরি পার্টি নামেও পরিচিত। ১৮৩৪ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে মধ্য-ডানপন্থি এই দলটি।সবশেষ ২০১০ সালে যুক্তরাজ্যের ক্ষমতায় আসে কনজারভেটিভ পার্টি।

তবে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া, করোনা মহামারি মোকাবিলা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে ক্রমেই হিমশিম খেতে থাকে দলটি। ১৪ বছরে প্রধানমন্ত্রীর পদে পরিবর্তন আসে বার। সবচেয়ে কম মাত্র ৪৪ দিন ক্ষমতায় থাকেন লিজ ট্রাস।

দেশের সামগ্রিক চাপ সামলাতে ব্যর্থ হয়ে ২০২২ সালের ২০ অক্টোবর পদত্যাগ করেন লিজ ট্রাস। কনজারভেটিভ পার্টি ভরসা করে ভারতীয় বংশোদ্ভুত এবং যুক্তরাজ্যের সে সময়ের অর্থমন্ত্রী ঋষি সুনাকের ওপর। মাত্র ৪২ বছর বয়সে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন সুনাক। আধুনিক ব্রিটেনের ইতিহাসে তিনিই ছিলেন দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।

ক্ষমতায় এসেই নিজের সর্বোচ্চ দিয়ে যুক্তরাজ্যের অচলাবস্থা কাটানোর চেষ্টা করেন ঋষি সুনাক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবর্তন আনেন অভিবাসন নীতিতে। কিন্তু, ১৪ বছরের অনিয়মের প্রভাব কাটিয়ে জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হন। একপর্যায়ে গত ২২ মে আগাম নির্বাচনের ঘোষণা দেন সুনাক।

জুলাই নির্বাচনের আগেই বিভিন্ন জরিপে কনজারভেটিভ পার্টির ভরাডুবির আভাস পাওয়া যাচ্ছিল। চূড়ান্ত ফলে যা সত্য প্রমাণিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়