শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, পৌষ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আফগানিস্তানের মধ্যাঞ্চলে ভারী বর্ষণ-বন্যা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ১৯ মে ২০২৪

আপডেট: ১৮:৩৪, ১৯ মে ২০২৪

আফগানিস্তানের মধ্যাঞ্চলে ভারী বর্ষণ-বন্যা, নিহত ৫০

সংগৃহীত

আফগানিস্তানের মধ্যাঞ্চল ভারী বর্ষণ এবং আকস্মিক বন্যার কবলে পড়েছে। এতে ৫০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে এই বন্যার সৃষ্টি হয়েছে। এতে কতজন মানুষ আহত হয়েছে তা এখনো জানা যায়নি। কেন্দ্রীয় ঘোর প্রদেশের তথ্য বিভাগের প্রধান মৌলভি আব্দুল হাই জাইম গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

মৌলভি আব্দুল হাই জাইম বলেন, ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ-কোহতে প্রায় ২ হাজার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ৪ হাজার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ হাজারেরও বেশি দোকান পানির নিচে রয়েছে।

আফগান পুলিশের মুখপাত্র আব্দুল রহমান বদ্রি বলেছেন, ঘোর প্রদেশে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। নিহতের এই সংখ্যা আরো বাড়তে পারে।

তিনি বলেন, এবারের ভয়াবহ বন্যায় হাজার হাজার গবাদি পশু মারা গেছে। শত শত হেক্টর কৃষি জমি, গাছপালা, সেতু ও কালভার্ট ধ্বংস হয়ে গেছে।

প্রসঙ্গত, আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ একটি দেশ। জাতিসংঘ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করে আফগানিস্তানকে।

এনপি/আর

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়