বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভারী বর্ষণে ব্রাজিলে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ১ জুন ২০২২

ভারী বর্ষণে ব্রাজিলে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

ছবি সংগৃহীত

ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের রাজ্য পারনামবুকোতে গত কয়েকদিন ধরে চলা ভারী বর্ষণে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। মঙ্গলবার রাতে খবর জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএনআই।

ভারী বর্ষণের ফলে ওই রাজ্যে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। এখন অবদি ১৬ জনের নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মঙ্গলবার উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছিল। ইতিমধ্যে হাজারের বেশি মানুষকে বাড়ি ছাড়তে হয়েছে। নতুন করে ভূমিধস বন্যার আশঙ্কার কথা জানিয়ে আগেই সতর্ক করে দিয়েছে দেশটির ফায়ার সার্ভিস ইউনিট।

ব্রাজিলের ক্ষতিগ্রস্থ এলাকা

উল্লেখ্য- গত সপ্তাহে শুরু হয় বৃষ্টিপাত। কয়েকদিন চলা বৃষ্টি রূপ নেয় ভারী বর্ষণে। ইতিমধ্যেই ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোর জন্য ২১০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়