রোববার ২২ ডিসেম্বর ২০২৪, পৌষ ৮ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইন্দোনেশিয়ার পাম তেল রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ মে ২০২২

আপডেট: ১৫:৪৬, ২৪ মে ২০২২

ইন্দোনেশিয়ার পাম তেল রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ছবি: সংগৃহীত

অবশেষে ইন্দোনেশিয়া পাম তেল রফতানির নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে। ইন্দোনেশিয়া নিজেদের তেলের চাহিদা অক্ষুণ্ণ রাখতে পাম তেল রফতানি বন্ধ করার ঘোষণা দেওয়ার পরই দেশটির কৃষকদের আয় অর্ধেকে নেমে আসে। এতে হিতে বিপরীত হয়; প্রচুর বিক্ষোপের তোপে পরে ইন্দোনেশিয়া সরকার। এ অবস্থায় গত বৃহস্পতিবার (১৯ মে) পাম তেল রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

সোমবার (২৩ এপ্রিল) থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান তিনি। ইন্দোনেশিয়ার সরকারের এমন ঘোষণার পরই আন্তর্জাতিক ভোজ্যতেলের বাজারে স্বস্তির আভাস দেখা যায়। আশাবাদী হন বাংলাদেশিরাও।

গত ২৮ এপ্রিল সব ধরনের পাম তেল রফতানি নিষিদ্ধ ঘোষণা করে দেশটির সরকার। এরপরই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পাম তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। কারণ বৈশ্বিক চাহিদার প্রায় ৬০ শতাংশ একাই সরবরাহ করে ইন্দোনেশিয়া। অন্যদিকে বাংলাদেশ চাহিদার ৮০ শতাংশ ভোজ্যতেল দেশটি থেকে আমদানি করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়