যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো এ হামলায় দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।
এক বছর ধরে ইসরায়েলি বাহিনী এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলা সংঘাতের পর গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সেই চুক্তির পর এবারই প্রথমবার লেবাননে হামলা চালাল ইসরায়েল।