বুধবার ২৬ মার্চ ২০২৫, চৈত্র ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইউএসএআইডি’র সহায়তা কমায় যক্ষ্মা মোকাবেলায় ঝুঁকিতে বাংলাদেশ

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ২৪ মার্চ ২০২৫

ইউএসএআইডি’র সহায়তা কমায় যক্ষ্মা মোকাবেলায় ঝুঁকিতে বাংলাদেশ

ছবি: ইন্টারনেট

ইউএসএআইডি অর্থায়ন কমিয়ে দেওয়ার পর বাংলাদেশে যক্ষ্মা প্রতিরোধ কার্যক্রম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার প্রভাব পড়ছে গুরুত্বপূর্ণ গবেষণা চিকিৎসা কার্যক্রমে।

ইউএসএআইডির অর্থায়নে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) প্রায় ৮টি প্রকল্প পরিচালনা করছিল, যার মাধ্যমে যক্ষ্মা রোগী শনাক্ত স্ক্রিনিং করা হতো।

বর্তমানে এসব প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং সংশ্লিষ্ট প্রকল্পে কর্মরতদের ছাঁটাই করা হয়েছে।

এছাড়া, ইউএসএআইডির সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকও একটি যক্ষ্মা গবেষণা প্রকল্প পরিচালনা করছিল। সেটিও চলতি বছরের জানুয়ারিতে বন্ধ হয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে লাখ ১৩ হাজার ৬২৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৩ শতাংশ রোগী চিকিৎসার আওতায় থাকলেও প্রায় ১৭ শতাংশ এখনও শনাক্তের বাইরে রয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই শনাক্তবহির্ভূত রোগীরাই যক্ষ্মার জীবাণু ছড়িয়ে দিচ্ছেন, যা নতুন করে সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইউএসএআইডির হঠাৎ অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি পরিচালনা হুমকির মুখে পড়েছে, ফলে কোটি কোটি মানুষবিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীমারাত্মক বিপদের মুখোমুখি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বছর বাংলাদেশে বৈদেশিক সহায়তা হিসেবে এসেছে মাত্র ৭১ মিলিয়ন ডলার, যেখানে ২০২৪ সালে এই সহায়তার পরিমাণ ছিল ৫০০ মিলিয়ন ডলার। তুলনামূলকভাবে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন বছরে শুধু স্বাস্থ্যখাতেই ইউএসএআইডি বাংলাদেশে গড়ে প্রতিবছর ৮৩ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিল, যার বড় একটি অংশ যক্ষ্মা প্রতিরোধ কর্মসূচিতে ব্যয় হতো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়