ছবি: ইন্টারনেট
ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতিতে হাসপাতালে স্যালাইনের কোনো সংকট হবে না।
সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। ঈদের ছুটিতে চিকিৎসকদের দায়িত্ব নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, যতটুকু সম্ভব যথাসাধ্যমতো মনিটরিংয়ের চেষ্টা করেছি।
দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের ঠিক মতো কাজ করতে উৎসাহ দেয়াই ছিল মনিটরিংয়ের উদ্দেশ্য।