বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

হাসপাতালে শাকিরা, স্থগিত কনসার্ট

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

হাসপাতালে শাকিরা, স্থগিত কনসার্ট

ছবি সংগৃহীত

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। এরপর একটি কনসার্ট বাতিল করেন তিনি। রোববার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেই নিজের অসুস্থতার কথা জানান শাকিরা। সেখানে তিনি দুঃখপ্রকাশ করে শো বাতিলের খবর দেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে একটি পোস্টে শাকিরা লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে আমায় ইমারজেন্সিতে যেতে হয়েছিল পেট ব্যথার জন্য। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি।

এদিন গায়িকা বিবৃতি জানান, চিকিৎসকরা তাকে পারফর্ম করতে বারণ করেছেন। ফলে তার এখন সেই অবস্থা নেই যাতে তিনি স্টেজে উঠে পারফর্ম করতে পারেন।

শুক্রবার সন্ধ্যায় পেরুতে যান শাকিরা। সেখানে কনসার্টে রোববার সোমবার তার গান গাওয়ার কথা ছিল। দক্ষিণ আমেরিকা ট্যুরে দ্বিতীয় দেশ হিসেবে পেরুতে পা রেখেছেন এই শিল্পী। এর আগে ব্রাজিলে পারফর্ম করেন বিশ্বখ্যাত এই তারকা। এরপর কানাডা ব্রাজিল যাবেন তিনি।

শাকিরা বিবৃতি আরও জানান, ‘আজ রাতে স্টেজ পারফর্ম করার মতো সুস্থ নই। চিকিৎসক আমাকে বিশ্রামে থাকতে বলেছেন। আশা করছি, সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাসপাতাল ছাড়তে পারবো।

খুবই দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন শাকিরা। বিবৃতিতে বলেন, ‘যত দ্রুত সম্ভব এই শোতে আমি পারফর্ম করতে চাই। নতুন একটি তারিখ নির্ধারণে আমার টিম কাজ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়