বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ১৫ জানুয়ারি ২০২৫

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

ছবি: ইন্টারনেট

দেশের আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুর খবরটি তনি নিজেই তার ফেসবুক পেজে নিশ্চিত করেছেন।

ফেসবুকে তনি লিখেছেন, “সে আর নাই, ব্যাংকক সময় রাত ৩টা মিনিটে আমাকে সারাজীবনের জন্য একা করে চলে গেছে।

তনির স্বামী শাহাদাৎ হোসেন দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। গত বছর অক্টোবরের শুরুতে গুরুতর অসুস্থ হয়ে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তনি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। দুই মাস ধরে তনি দুই দেশের মধ্যে যাতায়াত করছিলেন।

শাহাদাৎ হোসেন ছিলেন একজন সফল ব্যবসায়ী। তবে বয়সে ৩৮ বছরের বড় ব্যক্তিকে বিয়ে করায় তনি দীর্ঘদিন ধরেই নানা সমালোচনা ট্রলের মুখোমুখি হয়েছেন। ফেসবুক লাইভে এলে তাকে বিভিন্নভাবে কটূক্তি করা হতো। তবে এসব নিয়ে কখনোই মাথা ঘামাননি তনি। বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি বলেছেন, “এসব আমি তোয়াক্কা করি না। দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চাই।

শাহাদাৎ ছিলেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। পরে ভালোবেসে অসমবয়সী শাহাদাৎকে বিয়ে করেন তনি। প্রথমে পরিবারের আপত্তি থাকলেও পরে সম্পর্ক মেনে নেয়া হয়।

রোবাইয়াত ফাতিমা তনি দেশের অন্যতম সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। তার প্রতিষ্ঠিত ফ্যাশন হাউসসানভিস বাই তনিবর্তমানে দেশের অন্যতম সফল ফ্যাশন ব্র্যান্ড। সারাদেশে তার ১২টি শোরুম রয়েছে, যেখানে শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে।

তনির জন্য এই যাত্রা সহজ ছিল না। শুরু থেকে সামাজিক এবং পারিবারিক নানা বাধার মুখোমুখি হতে হয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ের শিকার হয়েও তিনি দমে যাননি। নিজের সাহসিকতা, পরিশ্রম এবং লক্ষ্য স্থির রেখে তিনি আজ একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়