শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাহাত ফাতেহ আলীর কনসার্টে স্টেডিয়াম ভাড়া মওকুফ সেনাবাহিনীর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৩, ১৯ ডিসেম্বর ২০২৪

রাহাত ফাতেহ আলীর কনসার্টে স্টেডিয়াম ভাড়া মওকুফ সেনাবাহিনীর

ছবি সংগৃহীত

রাহাত ফাতেহ আলী খানের চ্যারিটি কনসার্টের জন্য আর্মি স্টেডিয়ামের ভাড়া মওকুফ বাংলাদেশ সেনাবাহিনীর।

চব্বিশের জুলাইআগস্টের ছাত্রজনতার আন্দোলনে নিহতের পরিবার আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী কর্তৃকস্পিরিটস অব জুলাইনামক এক প্ল্যাটফর্মের মাধ্যমেইকোস অব রেভোল্যুশনশিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থাজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন‘- দান করা হবে।

আগামী ২১ ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য বিশ্বখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ রাহাত ফাতেহ আলী খানের এই চ্যারিটি কনসার্টের ভেন্যু হিসেবে রাজধানীর আর্মি স্টেডিয়ামকে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। একইসাথে আন্দোলনে আহতনিহতদের পরিবারকে সহায়তার মহৎ উদ্দেশ্য নিয়ে এই আয়োজন করার কারণে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃক আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মওকুফ হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করতে পারতাম, ভেন্যু ভাড়া মওকুফ হওয়ায় আমরা তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে পারবো বলে আশা প্রকাশ করছি। এক্ষেত্রে আমাদের উদ্যোগের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল কন্ট্রিবিউশান যুক্ত হলো, যা ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।

গত বুধবার (১১ ডিসেম্বর) ভেন্যু হিসেবে আর্মি স্টেডিয়াম বরাদ্দে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, স্কাই ট্র্যাকার লিমিটেড (কনসার্ট আয়োজক প্লাটফর্মস্পিরিটস অব জুলাই সঙ্গে চুক্তিবদ্ধ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি) “Echoes Of Revolution” আয়োজনের জন্য আগামী ১৯২২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম বরাদ্দের জন্য অনুরোধ জানিয়েছে। এই অনুষ্ঠানে দেশীয় শিল্পীগণের পাশাপাশি বিদেশী শিল্পীগণ সংগীত পরিবেশন করবেন বলে জানানো হয়েছে। বিষয়োল্লেখিত কনসার্ট আয়োজনের জন্য কিছু শর্ত পূরণ স্বাপেক্ষে আর্মি স্টেডিয়ামটি ১৯২২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বরাদ্দ প্রদান করা হলো।

সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের শর্তসমূহ হলোস্টেডিয়ামে কনসার্ট চলাকালীন সময়ে ঢাকাময়মনসিংহ মহাসড়ক সম্পূর্ণ যানজট মুক্ত রাখতে হবে: স্টেডিয়ামের অভ্যন্তরে মাদক বহন সেবন সম্পূর্ণরূপে পরিহার নিশ্চিত করতে হবেস্টেডিয়ামের অভ্যন্তরে সকল ধরণের অশালীন কার্যক্রম বন্ধ রাখা নিশ্চিত করতে হবে; স্টেডিয়ামের প্রবেশ গেইট সমূহে স্বার্থন্বেষী গোষ্ঠী/উচ্ছৃঙ্খল দলের জমায়েত প্রবেশ সম্পূর্ণরূপে রহিত করতে হবে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে আর্মি স্টেডিয়ামে কনসার্টটি সুষ্ঠুভাবে আয়োজনের নিমিত্তে আয়োজক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপনের জন্য আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) একটি সমন্বয় সভা আহ্বান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়