শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, পৌষ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আসছে পুষ্পা ৩, মুক্তি কবে?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ৭ ডিসেম্বর ২০২৪

আসছে পুষ্পা ৩, মুক্তি কবে?

ছবি সংগৃহীত

নতুন ছবির মুক্তির সময়ে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। কোথাও বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে, কোথাও ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আবার কোথাও প্রেক্ষাগৃহে আগুন লাগার মতো ঘটনাও ঘটেছে। এসব কিছুর পরেওপুষ্পা নিয়ে অল্লু অর্জুনের ভক্তদের উন্মাদনা থেমে যায়নি। বরং ছবির শেষে সেই উল্লাস আরও বাড়িয়ে দিয়েছে। নির্মাতা সুকুমারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছেপুষ্পা ’-এর।

ছবি দেখার পর যখন দর্শকরা উচ্ছ্বসিত হয়ে বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই মনখারাপের খবর এল। ছবির সিক্যুয়েল আসবে ঠিকই, কিন্তু সেটা হতে হবে ছয় বছরের অপেক্ষার পর! এতগুলো বছর একটি ছবির জন্য অপেক্ষা করা কি সম্ভব? ভক্তরা একেবারেই মেনে নিতে পারছেন না। তাদের প্রশ্ন, যদি কোনো ছবির ফ্র্যাঞ্চাইজি ব্লকবাস্টার হয়, তাহলে তার পরবর্তী পর্ব দ্রুত মুক্তি পেলে আরও ভালো হয়, কিন্তু কেন সুকুমার বা অল্লু অর্জুন সেই পথে হাঁটছেন না?

এমন সময়, ছবির পরবর্তী পর্ব নিয়ে আলোচনা তুঙ্গে ওঠার পর নির্মাতা সুকুমার তার সময় নেওয়ার কারণ জানিয়েছেন। সুকুমারের মতে, ছবির চিত্রনাট্য এখনো প্রক্রিয়াধীন, এবং সেটি তৈরি করতে কিছুটা বেশি সময় লাগবে। দ্বিতীয়ত, অল্লু অর্জুনের হাতে একাধিক ছবির কাজ রয়েছে, যেগুলোর কাজপুষ্পা ’-এর কারণে থেমে ছিল। এখন সেগুলো শেষ করতে হবে। সুতরাং, ‘পুষ্পা মুক্তি পেতে পারে ২০২৮ বা ২০২৯ সালে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়