বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালবাসার ঘ্রাণ’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৩, ৪ ডিসেম্বর ২০২৪

ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালবাসার ঘ্রাণ’

’পোস্টার’

প্রজন্মের অভিনয়শিল্পী আরশ খান তাসনুভা তিশার নতুন একটি নাটক মিনারা ফিল্মের ইউটিউবে প্রকাশ হয়েছে। নাটকের নামআহত ভালবাসার ঘ্রাণ সিফাত হোসেনের রচনা, চিত্রনাট্য সংলাপে এই নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা এম এইচ রাসেল।

মাতৃভূমি হার্ট কেয়ার নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন জীশান সুলতানুজ জামান। এই নাটকে আরশ খান তাসনুভা তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন বাসার বাপ্পি, শম্পা নিজাম, মিলি মুন্সি, রুবাইয়া আরফিন সহ আরও অনেকে।

প্রসঙ্গে নির্মাতা এম এইচ রাসেল বলেন, ‘আহত ভালবাসার ঘ্রাণনাটকটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করি, নাটকটা খুবই ভালো যাবে। নাটকটির গল্প অনেক সুন্দর।'

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়