ছবি সংগৃহীত
রাজধানী জুড়ে কয়েকদিন ধরেই বিভিন্ন আন্দোলন চলছে। এদিকে প্রতিদিন বিভিন্ন দাবিতে কোথাও না কোথাও সড়ক অবরোধ করছেন আন্দোলনকারীরা। এ কারণে ভোগান্তিতে ভুগছে সাধারণ মানুষ। আর এবার আন্দোলন নিয়ে রসিকতা করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঠাট্টা’ করেই একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মেহের আফরোজ শাওন। ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি লিখেছেন, আজকে কি কোথাও কর্মসূচি, আন্দোলন, বিক্ষোভ নাই? ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছি না।
এরপর এই অভিনেত্রী লেখেন, ট্র্যাফিক আপডেট ঢাকার চাকার মতো আন্দোলন আপডেট-এর একটি অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি।
শাওনের সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, আজকের দিনের প্রথম ভাগের আপডেট- ১. মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাঙচুর ও লুট। ২. আগারগাঁওয়ে অটোরিকশা (বাংলার টেসলা) পাইলটরা দখল নিয়ে বন্ধ করে দিয়েছে ইউনাইটেড স্টেট অব মিরপুর সড়ক। ৩. বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক আবারও নিজেদের দখলে নিয়েছে শ্রমিকরা। সেই মন্তব্যের জবাবে খানিকটা মজা করে শাওন লিখেছেন, যাক বাবা মনটা শান্ত হলো! আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় ‘কি যেন নাই!’