ছবি: ইন্টারনেট
শাবনাজ সাদিয়া ইমি। র্যাম্পের শীর্ষস্থানীয় মডেলদের একজন। দীর্ঘ সময় ধরেই এ মাধ্যমটিতে কাজ করে যাচ্ছেন। এবার ইমির অভিষেক হলো সিনেমায়। আজ (১২ জুলাই) তার অভিনীত ‘আজব কারখানা’ মুক্তি পেয়েছে। যেখানে তার সহশিল্পী কলকাতার পরমব্রত চ্যাটার্জি। ছবিটি পরিচালনা করেছেন শবনম ফেরদৌসী।
দেশের ৫টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এগুলো হলো—রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও সনি স্কয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানী গঞ্জের লায়ন্স সিনেমা এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিন।
এদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত দুটি বিশেষ প্রদর্শনীতে আজব কারখানার কলাকুশলী উপস্থিত থাকবেন।
অনন্ত-রাধিকার মহাযজ্ঞে অতিথির তালিকাতেও থাকছে চমকঅনন্ত-রাধিকার মহাযজ্ঞে অতিথির তালিকাতেও থাকছে চমক
এ ছবিতে আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে। সৈয়দা নিগার বানুর রচনায় সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক-পরিচালক সামিয়া জামান। বিশ্বের ১৫টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে ‘আজব কারখানা’। দু’টি পুরস্কারও জিতেছে।