ছবি: ইন্টারনেট
ক’দিন ধরেই চাউর, ‘তুফান’ নির্মাতা রায়হান রাফীর ছবিতে দেখা যাবে জিৎকে। এ নির্মাতার দু’একটি সাক্ষাৎকার ছাপিয়ে সেই তথ্যকে আরো বেগবান করেছে কলকাতার সংবাদপত্রগুলো। অন্যদিকে একটি সাক্ষাৎকারে নির্মাতা দাবি করেন, কলকাতার বড় দুই স্টারের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন নতুন ছবির জন্য।
এখন তাই বড় ‘দুই স্টারের’ জায়গায় দেব ও জিতের নাম যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট সয়লাব। সেখানে লেখা, ‘বাংলাদেশি নির্মাতা রায়হান রাফি কলকাতার দেব ও জিৎকে নিয়ে চলচ্চিত্র বানাতে যাচ্ছেন, প্রস্তাবটা নাকি ভারতীয় দুই সুপারস্টারের কাছ থেকেই রাফী পেয়েছেন’।
পোস্টটি নজরে এসেছে দেবেরও। তিনি তাঁর ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করে লিখেছেন, ‘নট ট্রু, তবে তার জন্য শুভকামনা।’
একটি সূত্র জানাচ্ছে, রাফী এমন কোনো কিছু দাবিই করেননি। অনেকে লিখেছেন, দেবের মতো সুপারস্টারের এটা যাচাই করার দরকার ছিল। আসলেই কি রাফী এমন কিছু বলেননি?
এই মুহূর্তে ওপার বাংলায় দুই বড় স্টার দেব ও জিৎ। আর স্পষ্টতই রাফি সেদিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।