শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, পৌষ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

তবুও বলব, অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে : ওমর সানী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০, ২৭ মার্চ ২০২৩

তবুও বলব, অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে : ওমর সানী

ছবি: ইন্টারনেট

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে ব্যক্তিগত ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন ইস্যুতে সক্রিয় দেখা যায় তাকে। কিন্তু এবার তারকাদের অ্যাওয়ার্ড প্রদান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই অভিনেতা।

দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মাঝেই তারকাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারকারাও সানন্দে গ্রহণ করে থাকেন সেসব অ্যাওয়ার্ড। তবে ওমর সানী কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নাম উল্লেখ না করে অ্যাওয়ার্ড প্রদানকেবাণিজ্যবলে উল্লেখ করলেন।

সোমবার (২৭ মার্চ) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি লেখেন, ‘অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে। প্রায় ৮০ শতাংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অফার ছিল আমাদের দুজনের। কিন্তু যাইনি।

চিত্রনায়ক আরও লেখেন, ‘যখন ফিল করব যাওয়া উচিত, তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায় আসে না। কিন্তু তারপরও বলব, অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে।

ওমর সানীর স্ট্যাটাস অবশ্য নজর কেড়েছে নেটিজেনদের। পোস্টে নানা ধরনের মন্তব্য করছেন তারা। অধিকাংশ মন্তব্য অভিনেতারঅ্যাওয়ার্ড বাণিজ্য পক্ষে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়