
ছবি সংগৃহীত
ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী কেকের (কৃষ্ণকুমার কুন্নাথ) মৃত্যু অস্বাভাবিক বলে মনে করছেন কলকাতার নজরুল মঞ্চে কেকের শেষ কনসার্টে যাওয়া তার সঙ্গীরা। ইতিমধ্যেই কলকাতার নিউমার্কেট থানায় মামলা দায়ের করেছেন তারা।
বুধবার (১ জুন) সকালে কলকাতার নিউ মার্কেট থানায় কেকে’র অস্বাভাবিক মৃত্যুর মামলাটি দায়ের করা হয়েছে।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, বুধবার সকালে অস্বাভাবিক মৃত্যু দায়েরে’র পরপরই তদন্তে নামে পুলিশ।
তদন্তের প্রয়োজনে কেকে যে হোটেলে ছিলেন সে হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করতে নিয়েছে যায় নিউ মার্কেট পুলিশ। সেই সঙ্গে পরীক্ষা করা হচ্ছে সিসিটিভি ফুটেজও।
বুধবার সকালেই এই তারকার ময়নাতদন্তও শুরু হওয়ার কথা।
উল্লেখ্য- কেকে টানা দুইদিন কলকাতায় লাইভ শো করেন কেকে (কৃষ্ণকুমার কুন্নাথ)। মঙ্গলবার (৩১ মে)
স্টেজ পারফর্ম করার সময় অসুস্থ বোধ করলে হোটেলে ফিরে যায় এরপর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।