বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মঞ্চ থেকেই চিরবিদায় নিলেন ভারতীয় জনপ্রিয় গায়ক কেকে

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩, ১ জুন ২০২২

মঞ্চ থেকেই চিরবিদায় নিলেন ভারতীয় জনপ্রিয় গায়ক কেকে

ছবি সংগৃহীত

বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুননাথ (কেকে) মঙ্গলবার (৩১ মে) কলকাতার নজরুল মঞ্জে কনসার্টে গান গাইতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মঞ্চে গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে হোটেলে এবং পরে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

কেকে মৃত্যুতে যেন আকাশ ভেঙে পড়ল ভারতের সংগীত চলচ্চিত্র জগতে! এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি জ্বলজ্বল করছে, উঠে এসেছে শেষ শোএর ভিডিও।

কেকে হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায় প্লেব্যাক করেছেন।

তার গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে- ‘কেয়া মুঝে পেয়ার হ্যায়’ (কেকে), ‘তুঝে সোচতা হু’ (জান্নাত টু), ‘দিল কিউ ইয়ে মেরা শোর কারেএবংজিন্দেগি দো পাল কি’ (কাইটস), ‘মুঝকো পেহচানলো’ (ডন টু), ‘তুনে মারি এন্ট্রিয়া’ (গুন্ডে), ‘পার্টি অন মাই মাইন্ড’ (রেস টু), ‘আভি আভি’ (জিসম টু), ‘মাত আজমা রে’ (মার্ডার থ্রি), ‘পিয়া আয়ে না’ (আশিকি টু), ‘জাবিদা হ্যায়’ (১৯২০: এভিল রিটার্নস), ‘লাপাতা’ (এক থা টাইগার), ‘খাবো খাবো’ (ফোর্স), ‘হ্যায় জুনুন’ (নিউইয়র্ক), ‘হা ম্যায় জিতনি মারতাবা’ (অল দ্য বেস্ট) ইত্যাদি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়